অপরাজিতা আঢ্য থুড়ি অপা দির হটনেসে কাঁপছে গোটা টলিপাড়া । নতুন করে তার অভিনয় দক্ষতা নিয়ে বলার আর কিছু নেই । এবার অভিনয়ে নয়, সাহসী ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়েছেন অপরাজিতা ।
রো’গা হওয়ার জন্য অনেক কসরত করেছেন, এরপর সাহসী হবেন তেমনটা আবার হয় নাকি । ভেজা শরীরে সুইমিংপুলে জলকেলিতে মত্ত অপরাজিতাকে দেখে ঘুম উড়েছে সাইবারবাসী । টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য যেমন প্যাশনেট তেমনি আবার মনখোলা ।
কথা বলার প্রথমেই এক গাল মিষ্টি হাসি যেন সব দুঃখ ভুলিয়ে দেয় । সম্প্রতি সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও ফাটিয়ে অভিনয় করছেন অপরাজিতা।বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রেও সমান ভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
বাংলাবাজার/এম এস
আপনার মতামত লিখুন : :