করোনাভাইরাস মহামারির সময়ে আয় বন্ধ হয়ে যায় ভাসমান যৌনকর্মীদের। তখন টানা চার মাস দৈনিক প্রায় ২০০ জন যৌনকর্মীর খাবার ব্যবস্থা করেছেন রিনা আকতার।
একসময় নিজেও যৌনকর্মী ছিলেন, জানেন তাদের আর্থিক ও সামাজিক অবস্থায় খবর। তাই মহামারিকালে এগিয়ে আসেন ভাসমান যৌনকর্মীদের সাহায্য করতে। তিনি বলেন- ‘ভালো মানুষজন তো যৌনকর্মীদের পাশে এসে দাঁড়াবে না, তাই আমি দাঁড়িয়েছি’।
এই অবদানের কারণে রিনা আকতারের নাম এবার উঠে এসেছে ‘বিবিসি ১০০ নারী’ তালিকায়।
আপনার মতামত লিখুন : :